
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা আজ ১৫ সেপ্টেম্বর রোববার স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাত উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিভাগের কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় গাইবান্ধা শহরের ডিবি রোডকে ফোর লেনে উন্নীত করণে কাজের অগ্রগতি, বাল্য বিবাহ রোধ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।