
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর ডেবরাইপ্যাচ ব্রিজের এ্যাপোচ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতেকরে পথচারীদের সীমাহীন দুর্ভোগের পোহাতে হচ্ছে ।
জানা যায়, অতিবৃষ্টি ও গেল বন্যার কারণে ইসলামপুর-মাহমুদপুর রোডে জিসিআর পাকা রাস্তায় চিনাডুলী ইউনিয়নস্থ ডেবরাইপ্যাচ ব্রিজের দক্ষিণ পাশের এ্যাপোচ দেবে গেছে। উপজেলা সদরের সাথে বিকল্প কোনো রাস্তা না থাকায় এলাকার লোকজনসহ পথচারীদের যাতায়াত করতে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, ওই এলাকার লোকজনের উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তার ব্রিজের এ্যাপোচ দেবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বন্যার পর ওই ব্রিজের এ্যাপোচ মেরামত করতে উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো। প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় কাজ নিম্নমানের হওয়ায় ব্রিজের এ্যাপোচ দেবে গেছে।
উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ মো. ইউসুফ শাহী জানান, ব্রিজের এ্যাপোচ মেরামত কীভাবে করা হয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, পথচারীদের চলাচলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।