বৃহস্পতিবারে আসছে ‘রাজহংস’, শনিবার উদ্বোধন

S M Ashraful Azom
0
বৃহস্পতিবারে আসছে ‘রাজহংস’, শনিবার উদ্বোধন
সেবা ডেস্ক: বাংলাদেশের একমাত্র সরকারি এয়ারলাইন্স বিমান বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘রাজহংস’। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে ড্রিমলাইনারটি উদ্বোধন করবেন বলে জানা গেছে।

বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বৃহস্পতিবার দুপুরে রাজহংস বিমানবন্দরে অবতরণের পর ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে। ড্রিমলাইনারটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টিতে। উড়োজাহাজটি দেশে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্রতিনিধি দল সিয়াটলে বোয়িং কোম্পানির ডেলিভারি ও অপারেশন্স সেন্টারে পৌঁছেছেন। বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ড্রিমলাইনারটিকে স্বাগত জানাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। এরই মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৩টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হয়েছে।

‘রাজহংস’ বিমান বহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে সম্পাদিত চুক্তির আওতায় ১০টি উড়োজাহাজের সবই বিমান বুঝে পাবে বাংলাদেশ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রিমলাইনার চালাতে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানির দরকার হবে। ২৭১ আসনের রাজহংসে বিজনেস ক্লাসের আসন রয়েছে ২৪টি। এসব আসন সর্ম্পূণ ফ্ল্যাটবেড হওয়ায় ভ্রমণ আরামদায়ক ও স্বচ্ছন্দ হবে। উড়োজাহাজটিতে ইন্টারনেট ও ফোন কল করাসহ অন্যান্য আধুনিক সুবিধা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাওয়া চারটি ড্রিমলাইনারের নাম পছন্দ ও বাছাই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো- আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।

এর আগে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭-৮০০ইআর এগুলোর নামও- পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙা প্রভাত, মেঘদূত এবং ময়ূরপঙ্খী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন।

২০২০ সালের মার্চ-জুন মাসের মধ্যে কানাডা কমার্শিয়াল কোম্পানি থেকে স্বল্প পাল্লার ৩টি নতুন ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top