মেডিকেলে ভ‌র্তি পরীক্ষায় বকশীগঞ্জের মেধাবীদের বা‌জিমাত

S M Ashraful Azom
1
মে‌ডিক‌েল ভ‌র্তি পরীক্ষায় বকশীগঞ্জের মেধাবী‌দের বা‌জিমাত
শামীম তালুকদার: বকশীগঞ্জের নিলাক্ষিয়া ইউনিয়নের পাঞ্চা‌য়েত বা‌ড়ির মোঃ শাহজাহান মিয়ার মেধাবী সন্তান মে‌াঃ সা‌দিকুল ইসলাম স্ব‌দেশ ‌সম্মিলিত মে‌ডিক‌লে ভ‌র্তি পরীক্ষায় রংপুর মে‌ডি‌কেল ক‌লেজে ভতির জন্য নির্বা‌চিত হ‌য়ে‌ছে।

তি‌নি এ বছর শেরপুর সরকারী ক‌লেজ হ‌তে এইচএস‌সি পরীক্ষায় জি‌পিএ-৫(গো‌ল্ডেন) পে‌য়ে পাশ ক‌রে‌ছেন।

এ পযন্ত বকশীগ‌ঞ্জের চারজন সরকারী মে‌ডি‌কেল ক‌লে‌জে ভ‌র্তির জন্য নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। এ সাফল্য নিকট অতী‌তে অনন্য কৃ‌তিত্ব যা বকশীগঞ্জ‌ের শিক্ষানুরা‌গি ব্য‌ক্তিবর্গ, মেধাবী‌দের এ সাফ‌ল্য আগামীর শিক্ষাথী,‌ শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের জন্য অ‌নেক ই‌তিবাচক ব‌লে মতামত ব্যক্ত ক‌রে‌ছেন। বকশীগ‌ঞ্জে আ‌রো তিনজন মেধাবী জনাব রেজওয়ানা শোভা, নাইম ইসলাম নয়ন, সুমাইয়া ইসলাম রুমি এ বছর সরকারী মে‌ডিকেলে পড়াশুনার করার সুযোগ পেয়েছে।

বকশীগ‌ঞ্জের এ কৃ‌তি শিক্ষাথীর প্রায় সবার বাই‌রে থে‌কে অবস্থান ক‌রে অ‌নেক অর্থ ব্যয় ক‌রে পড়াশােনা করতে হয়েছে।


একমাত্র সরকারী কিয়ামত উল্লাহ ক‌লেজে প্রায় ‌বিজ্ঞান, বা‌নিজ্য ও মান‌বিক বিভাগ শিক্ষক সংকট থাকায় প‌রিবা‌রের নানামু‌খি ভূগা‌ন্তিসহ বিপুল অর্থ খরচ করতে হয়। এছাড়া অনেক মেধাবী শিক্ষার্থী  আ‌র্থিক সীমাবদ্ধতার কার‌ণে বাধ্য হ‌য়ে বকশীগঞ্জে অবস্থান করে পড়াশুনা চা‌লিয়ে গেলেও কা‌ঙ্খিত লক্ষে পৌছতে দুরুহ হ‌য়ে দাড়ায়। সচেতন মহলের মন্তব্য সরকারী কিয়ামত উল্লাহ ক‌লেজসহ বকশীগ‌ঞ্জ উপজেলায় মোট পাঁচ‌টি কলেজের সা‌র্বিক সুযোগ সু‌বিধা মেধাবী ছাত্রছাত্রী বান্ধবকরণ জরুরী।‌ শিক্ষক নি‌শ্চিতকরণ, ছাত্রাবাস,পড়াশোনার সাম‌গ্রিক পরিবেশ সৃ‌ষ্টিকরণ এর ম‌ধ্যে উ‌ল্লেখ‌ যোগ্য।

উল্লেখ্য, গত শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবারের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ৬৯ হাজার ৪০৫জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। এদের মধ্যে মেয়ে ২৬ হাজার ৫৩১ জন। ছেলে ২২ হাজার ৮৮২ জন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

1Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

  1. আরো কয়েক জন নির্বাচিত হয়েছেন তাদের নাম গুলো দিলে ভালো হতো

    ReplyDelete
Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top