বাংলাদেশিরাই আতিথেয়তায় সেরা: ভারতীয় রাষ্ট্রদূত

S M Ashraful Azom
0
বাংলাদেশিরাই আতিথেয়তায় সেরা ভারতীয় রাষ্ট্রদূত
সেবা ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস বলেছেন, আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা। পারিবারিক পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সব সময় অভিভূত।

রোববার সকালে ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান ও ভাসমান হাট-বাজার পরির্দশ শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে এ অনুভূতি প্রকাশ করেন তিনি।

এর আগে সকাল ৮টায় রীভা গাঙ্গুলী বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রাম পরিদর্শনে যান। সেখানে ডিসি মো. জোহর আলী ও এসপি ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে ভীমরুলি গ্রামের সর্বজনীন মন্দির ঘুরে দেখেন ভারতীয় রাষ্ট্রদূত। এ সময় গ্রামবাসী তাকে শাঁখ বাজিয়ে বরণ করেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা ও আশপাশের পেয়ারা অরণ্য আর ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top