
বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলা কুমার দাশকে পৌরসভার কাযার্লয় থেকে বের করে দিলেন মেয়র সেলিমুল হক চৌধুরী। ঘটনাটি সংঘটিত মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে।
জানা যায়, বাঁশখালী পৌরসভার মেয়রের বিরুদ্ধে ৪ কাউন্সিলর নানা দুর্নীতির অভিযোগ করেন স্থানীয় সরকার চট্টগ্রাম, দুদক থেকে শুরু করে বিভিন্ন দফতরে। তারই ভিত্তিতে বিগত ২২ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি বাঁশখালী পৌরসভা কাযার্লয়ে ঘটনার তদন্তে আসেন এবং দুদকের পক্ষ থেকে বাঁশখালী পৌরসভায় তদন্তে এসে চাউল বিতরণ না করার সত্যতা পান।
এদিকে ৪ কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে অভিযোগ করায় মেয়র এবং অভিযোগকারী ৪ কাউন্সিলরের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে কাউন্সিলর বাবলা কুমার দাশ পৌরসভা কাযার্লয়ে গেলে সেখানে সহকারী একাউন্টিংয়ের রুমে বসে থাকা মেয়র সেলিমুল হক চৌধুরী কাউন্সিলর বাবলা কুমার দাশকে ‘বাঁশখালী পৌরসভা থেকে চলে যা, তোরা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিস, আমি তোদেরকে দেখে নেব’ বলে আরো নানা ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে পৌর কাউন্সিলর বাবলা কুমার দাশ প্রতিবেদককে বলেন, আমি নিবার্চিত কাউন্সিলর। তাই পৌরসভায় যাওয়ার অধিকার রয়েছে আমার। সেই হিসেবে পৌরসভায় গেলে মেয়র আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পৌর কাযার্লয় থেকে বের করে দেন। তা নিয়ে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ইউএনও মহোদয়কে অভিযোগ করেছি।
আগামীকাল বুধবার পৌরসভায় ৩৯তম মাসিক মিটিং আহবান করা হয়েছে। এভাবে আচরণ করলে আমরা কিভাবে মিটিংয়ে অংশগ্রহণ করবো। এদিকে এ ঘটনার এ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলর বাবলা কুমার দাশ স্থানীয় সরকার চট্টগ্রামের উপ-পরিচালক, স্থানীয় সরকার চট্টগ্রামের সচিব, বাঁশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং বাঁশখালীর কর্মরত সাংবাদিকদের অভিযোগ সহকারে উক্ত ঘটনা অবহিত করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।