ছাত্রছাত্রীদের ‘আউট’ বই পড়ার পরামর্শ দিলেন ডেপুটি স্পিকার

S M Ashraful Azom
0
ছাত্রছাত্রীদের ‘আউট’ বই পড়ার পরামর্শ দিলেন ডেপুটি স্পিকার
গাইবান্ধা জেলা প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া ছাত্রছাত্রীদেরদের পাঠ্য বইয়ের বাইরে ‘আউট’ বইও পড়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বই পড়ার কোনো বিকল্প নেই। কল্পনা না থাকলে মানুষ কখনও বড় হতে পারে না। আর বই পড়লে সেই কল্পনার জগৎ তৈরি হয়। তাই শিক্ষার্থীদের সব ধরনের বই পড়তে হবে। 

আজ ৫ অক্টোবর শনিবার গাইবান্ধার রাধাকৃষ্ণপুরে এসকেএস ইনে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডেপুটি স্পিকার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৮ জন কৃতী শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

আশা কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাডভাইজার(অপারেশন) ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম ও পুলিশ সুপার মুহম্মদ তৌহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা আশার  উপদেষ্টা ফয়জার রহমান , আশার পরিচালক হামিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আশা কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top