ধুনটে ইউপি সদস্য পদে উজ্জল নির্বাচিত

S M Ashraful Azom
0
ধুনটে ইউপি সদস্য পদে উজ্জল নির্বাচিত
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় কালেরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে উজ্জল প্রামানিক টিউবওয়েল প্রতীকে ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল বারিক মোরগ প্রতীকে পেয়েছেন ৪৬৫ ভোট।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার হাঁসখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে উক্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা কালেরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজম্মেল হক গত ৭ আগষ্ট মৃত্যুবরণ করেন। ইউপি সদস্যের শুন্য পদে উপ-নির্বাচন ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ৪নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২হাজার ১২৩জন এরমধ্যে পুরুষ ভোটার ১হাজার ৩৯জন এবং নারী ভোটার ১হাজার ৮৮জন।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top