
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলদ্ধি এবং সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজয় ফুল উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে বিজয় ফুল উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোজিনা আক্তার সুমি, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান প্রমুখ।
উল্লেখ্য, বিজয় ফুল উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীরা এককভাবে বিজয় ফুল তৈরী, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মান, দলগতভাবে দেশত্মবোধক সংগীত ও জাতীয় সংগীতে অংশ নেয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।