
সেবা ডেস্ক: আজ শুক্রবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আয়োজনে ইনদো-বাংলা ক্রিকেট টুর্নামেন্টে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
আজ শুক্রবার সকাল ৯টায় আশুলিয়া ক্যাম্পাসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ইইউবি ক্রিকেট দল ১০৪ রানে জিইউকে পরাজিত করে।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন ডিআইইউ’র ডেপুটি রেজিস্টার মো. ইসহাক মিজি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইইউবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা আলম, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের মনসুর আলম মুন্না, টিম ম্যানেজমেন্টের তারিকুল ইসলাম খান প্রমুখ।
শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে ইইউবি দল। ইইউবি’র পক্ষে সর্বোচ্চ ৯১ রান সংগ্রহ করেন জাতীয় দলের ক্রিকেটার সোহাগ গাজী।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৬ রান তুলতে সমর্থ হয় জিইউ দল। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন মো. মিরু।
ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইইউবি দলের সোহাগ গাজী। ৫ ম্যাচে ৯৯ রান এবং ১২ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরমেন্সে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইইউবি’র আব্দুল গাফফার সাকলাইন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।