
সেবা ডেস্ক: দলকে শুদ্ধ করতে লুকিয়ে থাকা জামায়াত-বিএনপি কে ঝেটিয়ে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
গত সোমবার দুপুরে রংপুর টাউন হলে আয়োজিত বিভাগীয় আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নিজ দলের হলেও অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। এসময় তিনি জামায়াত বিএনপিকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সংসদের চিফ হুইপ ইকবালুর রহিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।