
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীর রূপশান্তি মসজিদ মোড়ের পুকুর পাড়ে জামালপুরের মাহী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন।
এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আজ বুধবার ৩০ অক্টোবর ভোর সকাল সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে মাহী পরিবহনের যাত্রীবাহী একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিলো ধনবাড়ীর রূপশান্তি মসজিদ মোড়ের পুকুর পাড়ে এসে মাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে অন্তত ২৮ জন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমমপ্লেক্সে নেয়া হয়। এর মধ্যে ৫ জন যাত্রীর অবস্থা গুরুতর হলে তাদের কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে নেয়া হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।