শেরপুরে সদর উপজেলা চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলাম নির্বাচিত

S M Ashraful Azom
0
শেরপুরে সদর উপজেলা চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলাম নির্বাচিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম। ১৪ অক্টোবর সোমবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৪০টি কেন্দ্রের ফলাফলে রফিকুল ইসলামের প্রাপ্ত ভোট ৮২ হাজার ৯২৭।

প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৫১ হাজার ২১৭ ভোট। এছাড়া লাঙল প্রতীকের মো. ইলিয়াছ উদ্দিন পেয়েছেন ৭ হাজার ১৫৬ ভোট, আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকে মিনহাজ উদ্দিন মিনাল ১৬ হাজার ১০৩ ভোট এবং আনারস প্রতীকে বায়েযিদ হাসান ৬ হাজার ৬৩০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের আেশরাফুল আলম মিজান। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৭১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের মো. মনোয়ারুল ইসলাম পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট। অপর তিন প্রতিদ্বন্দ্বি টিউবঅয়েল প্রতীকের আল হেলাল পেয়েছেন ৩৩ হাজার ৮৪৭ ভোট, উড়োজাহাজ প্রতীকের মো. জুলহাস উদ্দিন ১০ হাজার ৬০ ভোট এবং মাইক প্রতীকের মোহাম্মদ মুসা মিয়া  ১০ হাজার ৮৯২ ভোট।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের সাবিহা জামান শাপলা। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি হাঁস প্রতীকের শামীম আরা বেগম পেয়েছেন ৫৭ হাজার ৮৩৬ ভোট।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top