কুইন্স লাইব্রেরিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সম্পাদিত বই

S M Ashraful Azom
0
কুইন্স লাইব্রেরিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সম্পাদিত বই
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সম্পাদিত একটি বই যুক্তরাষ্ট্রের কুইন্স লাইব্রেরিতে স্থান পাচ্ছে।

নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ানের কাছে গ্রন্থটি হস্তান্তর করেন। লাইব্রেরির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান লাইব্রেরিয়ান নিক বোরন মূল্যবান বইয়ের তিনটি খণ্ড গ্রহণ করেন।

শেখ হাসিনা সম্পাদিত এই বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক বিভিন্ন প্রতিবেদন রয়েছে। বইটির নাম: ‘Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’ Volume – 1, 2 & 3।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে এই তথ্য জানানো হয়েছে।

বই গ্রহণ করে নিক বোরন বলেন, এই ঐতিহাসিক সংকলনটি কুইন্স লাইব্রেরির সংগ্রহে যুক্ত করতে পেরে কুইন্স লাইব্রেরি গর্বিত। এসময় কনসাল জেনারেল বইটির পটভূমি সম্পর্কে তাকে অবহিত করেন।

নিক বোরন আরো বলেন, নিউইয়র্কে দুইশত এর অধিক ভাষার লোক বাস করেন এবং বাংলা ভাষাভাষীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, কুইন্স লাইব্রেরিতে দিন দিন বাংলাদেশি-আমেরিকান পাঠকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যেই কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত বাংলা ভাষার বিভিন্ন বই এসব পাঠকদের নিকট বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top