প্রধানমন্ত্রীর পরিষ্কার কথা, দুর্নীতিবাজদের কোন প্রকার ছাড় নেই

S M Ashraful Azom
0
প্রধানমন্ত্রীর পরিষ্কার কথা, দুর্নীতিবাজদের কোন প্রকার ছাড় নেই
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সারাদেশে দুর্নীতিবিরোধী অভিযান চলছে, যেকোনও জেলায়ও এ অভিযান হতে পারে। প্রধানমন্ত্রীর পরিষ্কার কথা দুর্নীতিবাজদের কোনও ছাড় নেই। যেখানে দুর্নীতি হবে, জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু ঢাকা নয়, সারাদেশের মতো সুনামগঞ্জেও দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০০ হতদরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারের সঞ্চালনায় নলকূপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন প্রমুখ।
 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top