
সেবা ডেস্ক: টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চার বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে অভিযান চালিয়ে পৌর এলাকার ভাল্লুককান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম রাইজদ্দিন (৩৬)। পরে তার স্কীকারোক্তিতে চুরি যাওয়া টাকা ও খুনের সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে আজ সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
গত শনিবার রাত ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাল্লুককান্দী গ্রামে লোমহর্ষক এ ঘটনা ঘটে। আট লাখ টাকার লোভে পুর্ব পরিচিত রাইজউদ্দিন ঘরে ঢুকে আল আমিনের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা লাকী বেগম (২২) এবং তাদের চার বছর বয়সী মেয়ে আলিফাকে জবাই করে হত্যা করে। নিহত লাকীর বাবার বাড়ি সদর উপজেলার হুগড়া ইউনিয়নের রামনগর গ্রামে। ওই দিনই নিহত লাকির বাবা হাসমত আলী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।