
সেবা ডেস্ক: নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে ইলিশ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে জেলেরা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ৯-৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ নিষিদ্ধ ছিলো।
মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করায় বুধবার দুপুর পর্যন্ত সারাদেশে দুই হাজার ৫৭৩টি অভিযান চালানো হয়েছে। পাঁচ হাজার ২২৪ জেলেকে সাজা দেয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০৩ টন ইলিশ। এসব ঘটনায় ছয় হাজার ১৯৩টি মামলা হয়েছে।
মৎস্য অধিদফতরের কেন্দ্রীয় মনিটরিং কমিটির প্রধান সমন্বয়কারী কাজী ইকবাল আজম বলেন, বুধবার মধ্য রাত পর্যন্ত ইলিশ ধরা নিষেধ ছিলো। এ কর্মসূচি বাস্তবায়নে অধিদফতরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক পরিশ্রম করেছেন। ইলিশের প্রজনন বৃদ্ধিতে এ উদ্যোগ অনেকটাই সফল হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।