
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাদক দ্রব্য সেবন ও ব্যবসার অভিযোগে গ্রেপ্তার হওয়ায় পৌর যুবলীগের সভাপতি সোহরাব হোসেনকে দল থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু এক যুক্ত বিবৃতিতে সোমবার রাতে এ সিদ্বান্তের কথা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা সোহরাব হোসেন দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য সেবন ও বিক্রিসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত রয়েছে। ২০০৫ সালে থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বগুড়া, শেরপুর ও ধুনট থানায় তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদক, জুয়া ও বিস্ফোরক আইনে ৭টি মামলা দায়ের হয়েছে। বর্তমানে মামলা গুলো আদালতে বিচারাধীন রয়েছে।
এ অবস্থায় শনিবার ভোরে নিজ বাড়ি থেকে ফেন্সিডিল বিক্রি করছিল সোহরাব। এ সময় অভিযান চালিয়ে দুই বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান বলেন, সোহরাব হোসেনকে কয়েক দফা সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্ত মাদক কারবারের পথ থেকে সড়ে দাঁড়ায়নি। এ কারনে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে দলে থেকে সাময়িক ভাবে বহিস্কার করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।