শফিকুল ইসলাম: নিখোঁজের ৩০ ঘন্টা পর সহিতন বেওয়া (৯০) নামের এক বৃদ্ধ নারীর লাশ বাড়ির পাশে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
![]() |
| রৌমারীতে তিনদিন পর পুকুর থেকে বৃদ্ধনারীর লাশ উদ্ধার |
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ৬ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের মহিলা কলেজপাড়া গ্রাম এলাকায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে বৃদ্ধনারী সহিতন বেওয়া সবার অজান্তে নিজ ঘর থেকে বেরিয়ে যায়। পরেরদিন সকালে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে ঘরের দরজা খোলে দেখেন তিনি ঘরের ভিতর নেই। পরে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় ও আত্মীয় স্বজনের কাছে খোজেও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে খোজে না পাওয়ায় রৌমারী থানায় অবগত করা হয়। দীর্ঘ ৩০ ঘন্টা পর বাড়ির পাশে পুকুরের পানিতে বৃদ্ধনারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও নিহতের স্বজনদের খবর দিলে তারা লাশ সনাক্ত করেন। নিহত নারী একই উপজেলার ঝুনকির চর গ্রামের মৃত্যু জহর আলীর স্ত্রী বলে জানা গেছে।
নিহতের ছেলে শাহাবুদ্দিন মিয়া বলেন, সবার অজান্তে আমার মা ঘর থেকে বেরিয়ে যায়। তিনি শাররীক ভাবে অসুস্থ। অনেক জায়গায় খোজাখুজি করেছি সন্ধান পাইনি।
এলাকাবাসি বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে দেখি আমার মায়ের লাশ।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বৃদ্ধনারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করা হয় এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীতে ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা

রৌমারীতে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

রৌমারীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, দূর্ভোগে খেটে খাওয়া মানুষ

২৮, কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।