
সেবা ডেস্ক: তিনদিনের সরকারি সফরে আজ মঙ্গলবার কাতার যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান কাতারের দোহায় অনুষ্ঠেয় অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটির (এএনওসি) সাধারণ সভায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে অংশ নেবেন।
২০৬টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) আন্তর্জাতিক অলিম্পিক পরিষদের (আওসি) স্বীকৃতি-সাপেক্ষে এএনওসি’র সদস্য রূপে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আটটি দেশের জাতীয় অলিম্পিক কমিটি সহযোগী সদস্য হিসেবেও কাজ করছে।
সফর শেষে আগামী ২০ অক্টোবর (রোববার) ভোরে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।