
সেবা ডেস্ক: মাদকের বিরুদ্ধে "জিরো" টলারেন্স নীতিতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে গতকাল ১৬ অক্টোবর বুধবার সাব ইন্সপেক্টর মোঃ শফিউল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ডিবির একটি টিম গাইবান্ধা সুন্দরগঞ্জ থানাধীন ৮ নং ধোপাডাঙ্গা ইউপির ৩নং ওয়ার্ডের কিশামত হলদিয়া গ্রামের হামেদ আলীর ছেলে জনৈক মোঃ মুকুল মিয়া (৩৫) এর কিশামত হলদিয়া পশ্চিমপাড়া দোয়ারা এর জমির উত্তর পাশে নতুন বাজার হইতে নলডাঙ্গা যাওয়ার পাকা রাস্তার উপর হইতে আসামি ১। রাজা মিয়া (২৫) কে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ি ১। মোঃ রাজা মিয়া (২৫) সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া পশ্চিমপাড়ার দোয়ারার মৃত ফরজন আলী ছেলে।
এখবর নিশ্চিত করে ওসি ডিবি মোস্তাফিজুর রহমান জানান,তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।