গোবিন্দগঞ্জের ফেন্সিডিল সম্রাটখ্যাত ডিবি পুলিশের হাতে গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্যতম ফেনসিড্রিল সম্রাট আনোয়ার হোসেন ভারতীয় ৩২ বোতল ফেনসিড্রিলসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে ।
জুয়া, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধা'র অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আজ ২৫ নভেম্বর সাব ইন্সপেক্টর মোঃ আবু নেওয়াজ ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিবির একটি চৌকস টিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এরাকার পেশাদার ফেনসিড্রিল সম্রাট আনোয়ার হোসেন কে ৩২ বোতল ফেনসিড্রিল সহ আটক করেন।
ফেনসিড্রিল সম্রাট আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার তবক কামাল গ্রামের আবু ওয়াহেদ মিয়ার ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মোস্তাফিজুর রহমান জানান,আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৪১তারিখ ২৫/১১/১৯, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল ১৪(ক)/৪১ দায়ের করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
0 comments
Comments Please