এবার কিস্তিতে কেনা যাবে আইফোন, কিস্তির মেয়াদ ২৪ মাস

S M Ashraful Azom
0
এবার কিস্তিতে কেনা যাবে আইফোন, কিস্তির মেয়াদ ২৪ মাস
সেবা ডেস্ক: এবার ২৪ মাসের কিস্তিতে আইফোন কেনার সুযোগ দিচ্ছে অ্যাপল। বিনা সুদে এই সুযোগ পাবেন অ্যাপল কার্ড ব্যবহারকারীরা ব্যবহারকারীরা। বুধবার অ্যাপল কার্ড গ্রাহকদের জন্য এই সুযোগটি ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠান প্রধান টিম কুক।

প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, অ্যাপল কার্ড দিয়ে আইফোন কিনলে গ্রাহককে তিন শতাংশ মূল্য ফেরতও দেয়া হবে। এতে অন্য কোনো ফি যোগ হবে না এবং আইফোনের অ্যাপল ওয়ালেট অ্যাপ থেকেই সহজে লেনদেন ব্যবস্থাপনা করতে পারবেন গ্রাহক। ২৮ সেপ্টেম্বর শেষ হওয়া তিন মাসের প্রান্তিকে অ্যাপলের বিক্রি দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার চারশ’ কোটি মার্কিন ডলার। সে খুশিতেই এই অফার দেয়া হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যমে তাদের খবরে উল্লেখ করেছে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, বছরের এই সময়ে এসে আমরা খুবই আনন্দিত। কারণ চলতি বছরের শেষ নাগাদ অ্যাপল কার্ডে আরেকটি দারুণ ফিচার যোগ করতে পেরেছি। এটি বাস্তবে অনেক বেশি সাহায্য করবে গ্রাহকদের। এর মাধ্যমে গ্রাহক বিনা সুদে ২৪ মাসের কিস্তিতে নতুন আইফোন কিনতে পারবেন।

চলতি বছরের অগাস্ট মাসেই শুধু আইওএস গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানের প্রথম ক্রেডিট কার্ড ‘অ্যাপল কার্ড’ উন্মোচন করে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। একইসঙ্গে আইফোনে ডিজিটাল কার্ড এবং যেসব জায়গায় অ্যাপল পে সেবা নেই সেখানে সাধারণ ক্রেডিট কার্ডের মতোই অ্যাপল কার্ড ব্যবহার করা যাবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top