শাহরুখের জন্মদিনে নায়িকাদের নিয়ে সালমানের একি কান্ড?

S M Ashraful Azom
0
শাহরুখের জন্মদিনে নায়িকাদের নিয়ে  সালমানের একি কান্ড
সেবা ডেস্ক: ভারতের সিনেমা ইন্ডাষ্ট্রি বলিউডের মুকুটহীন বাদশা শাহরুখ খান। গত ১ নভেম্বর ছিলো তার ৫৪তম জন্মদিন। এদিনকে ঘিরে যেন উৎসব নেমে এসেছিলো বলিউডে। প্রযোজক, পরিচালক, তারকারা তাদের ভালোবাসামাখা শুভেচ্ছায় সিক্ত করেছেন শাহরুখকে।

তবে সবার থেকে এগিয়ে থাকলেন বন্ধু সালমান খান। বলিউড ভাইজান একদল নায়িকা সঙ্গে নিয়ে পালন করলেন কিং খানের জন্মদিন।

শাহরুখকে শুভেচ্ছা জানাতে সালমান ফোন করছিলেন। কিন্তু এসআরকে নাকি তার ফোনই ধরেননি! এমনটাই দাবি সালমানের। তাই বলে ‘অর্জুন’কে জন্মদিনে ‘করণ’ শুভেচ্ছা জানাবেন না, তা হয় নাকি?

শাহরুখের স্টাইলেই তাকে ‘হ্যাপি বার্থডে’-র শুভকামনা জানালেন সাল্লু ভাই। এসময় সঙ্গে ছিলেন সোনাক্ষি সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ, সোহেল খানসহ আরও অনেকেই। সবাইকে সঙ্গে নিয়ে ‘বার্থডে সং’ গেয়ে উইশ করলেন বলিউডের বেতাজ বাদশাকে।

ভিডিও করে সেটা শেয়ারও করেছেন ইনস্টাগ্রামে। গোটা ভিডিওটাতেই শাহরুখের দুই হাত বাড়ানো ‘সিগনেচার স্টেপ’ অনুকরণ করতে দেখা গেল সালমানকে। ক্যাপশনে সালমান লিখেছেন, ‘শুভ জন্মদিন খান সাহেব। আমাদের ইন্ডাস্ট্রির কিং খান...’

শাহরুখ কেন ধরেননি সালমানের ফোন, তা নিয়েও অনুযোগ করেছেন তিনি। মজার ছলেই বলেছেন, ‘ফোন তো উঠা লেতা মেরা’। সালমানের ওই বক্তব্যকে সমর্থন করে আবার পাশে দাঁড়ানো সোনাক্ষিকে বলতে শোনা গিয়েছে ‘ভেরি ব্যাড’।

ফোন কেন ধরেননি এসআরকে তার জবাব না দিলেও বন্ধুর শুভেচ্ছা পেয়ে আনন্দিত তিনি। ভাইজান অ্যান্ড গ্যাং-এর সেই শুভেচ্ছা ভিডিওতে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। লিখেছেন, ‘তোমায় আজ অনেক মিস করেছি ভাই। অনেক ধন্যবাদ।’

এই মুহূর্তে সালমান হায়দরাবাদে। সে কথা উল্লেখ করে শাহরুখ আরও লেখেন, ‘তাড়াতাড়ি ফিরে এসো। তোমার থেকে ‘বার্থডে হাগ’ পাওনা রয়েছে আমার।’

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top