
সেবা ডেস্ক: বঙ্গোবসাগরে নিম্নচাপে সৃষ্ট ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গাছ ও ঘর চাপা পড়ে এবং আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে সাত জেলায় আটজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, খুলনার দাকোপে বুলবুলের তাণ্ডবে গাছচাপায় প্রমিলা মণ্ডল নামের এক নারী নিহত হয়েছেন। দাকোপের ইউএনও আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অপরদিকে খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক গাছচাপায় নিহত হয়েছেন।
এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গাছ ভেঙে ঘরচাপায় হামেদ ফিকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন মৎস্যজীবী। নিহত হামেদ ফিকির মির্জাগঞ্জ উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত ইয়াসিন ফকিরের ছেলে। মির্জাগঞ্জ থানার ওসি মো. শওকত ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. গোলাম সরওয়ার জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে জেলা প্রশাসনের একাধিক টিম মাঠপর্যায়ে কাজ করছে। জেলা জুড়ে বৃষ্টি চলছে, একটু সময় লাগবে। বৃষ্টি থামার পর বিস্তারিত জানা যাবে।
এছাড়া বরগুনা সদর উপজেলার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে।
দমকা হাওয়ায় গাছ চাপা পড়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে নাজিরপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান। নিহত ননী শিকারীর বাড়ি নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে। ওসি বলেন, সকালে বুলবুলের তাণ্ডব শুরু হলে গাছ উপড়ে ননীর বাড়ির উপর পড়ে। এ সময় গাছের নিচে চাপা পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বরিশালে গাছের নিচে চাপা পড়ে আশালতা মজুমদার (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান। রোববার বেলা ২টার দিকে উজিরপুর পৌর শহরের এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মাদারীপুর সদর উপজেলায় ঝড়ো হাওয়ায় ঘর চাপা পড়ে সালেহা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস। মৃত সালেহা বেগম সদর উপজেলার ঘটমাঝি গ্রামের আজাদ খাঁয়ের স্ত্রী।
বাগেরহাটের রামপালে ঘরের উপর গাছ চাপা পড়ে সামিয়া খাতুন নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সামিয়া ওই উপজেলার দর্পনারায়ণপুর গ্রামের বাবুল শেখের মেয়ে।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। ১২৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়া বুলবুল সেখানে দুইজনের প্রাণ নিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারতের কলকাতা এবং ওড়িষ্যায় ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছে। ঝড়ের কারণে কলকাতা বিমাবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।