
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক আক্রামুজ্জামান হিরুর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সন্ধ্যায় যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক উপাদক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান,পৌর আওয়ামী লীগ সভাপতি নূর ইসলাম নূর ও সাধারণ সম্পাদক অংকন কর্মকার।
অন্যানের মধ্যে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু,সাংগঠনিক সম্পাদক সবুজ খন্দকার,আলআমিন,সহ উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতারা এতে বক্তব্য রাখেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।