
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে কিশোরীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ নভেম্বর সন্ধ্যার পর সরকারি কলেজ সংলগ্ন এক বাড়ি থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরীর নাম আশা মনি (১৩)। সে ইঁভাটার শ্রমিক কামাল হোসেনের মেয়ে।
অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান-লাশের সুরতহাল রিপোর্ট সন্দেহজনক। তাই এটি হত্যা নাকি আত্মহত্যা পোস্টমর্টেম রির্পোর্টের পর বলা যাবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।