
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুর ইসলামপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ইসলামপুর সরকারী কলেজ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ ফরিদুল হক খান দুলাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল,পৌর মেয়র আব্দুল কাদের সেক,পরিবার পরিকল্পনা ময়ময়নসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল,পরিবার পরিকল্পনা অধিদপ্তর (এমসিএইচ-সার্ভিসেস)ঢাকা ডাঃ মোহাম্মদ শরীফ,সিভিল সার্জন জামালপুর ডাঃ গৌতম রায়, স্থানীয় সরকার জামালপুরের উপ পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন, এমসিএইচ-সার্ভিসেস উপ পরিচালক ডাঃ তৃপ্তি বালা, ডাঃ সাজদা-ই-জান্নাত,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল বক্তব্য রাখেন।
এছাড়াও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,জামালপুর মাঠ কর্মচারী সমিতির সা.সম্পাদক আসাদুল হক দুলাল বিভিন্ন ইউপি চেয়ারম্যান বক্তব্য রাখেন। এতে ইউপি চেয়ারম্যান,সদস্য,স্বাস্থ্যকর্মীসহ সুধীজনরা এতে অংশ নেয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।