
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি : শেরপুরে ৩ দিন ব্যাপী লোক সংগীত বিষযক কর্মশালা শেষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ কক্ষে নন্দন সংগীত নিকেতনের আয়োজনে এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লোক গবেষক ও সংগীত শিল্পী ড. বিশ্বজিৎ রায়।
নন্দন সংগীত নিকেতনের পরিচালক দেবাশীষ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মো. আখতারুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা শিল্পকলা একাডেমীর পরিচালক তমাল বোস, উদীচী সভাপতি সারওয়ার জাহান তপন, সাপ্তাহিক কালের ডাক এর ভারপ্রাপ্ত সম্পাদক মলয় মোহন বল প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণে অংশ গ্রহনকারী ৪০ জন শিক্ষার্থীকে সনদপত্র তুলে দেয়া হয়। পরে প্রশিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে লোক সংগীত পরিবেশন করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।