
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে ২ দিন ব্যাপী জেলা ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। শুক্রবার পৌর এরাকার গাওকুড়া, পাচবাড়িয়া এলাকায় বাদ জুমআ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এতে প্রায় ৪০হাজার ধর্মপ্রাণ মুসুল্লিরা সমাবেত হয়।
উল্লেখ্য যে,অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও,জোবায়ের পন্থীদের তোপে ৩দিনের ইজতেমা ২দিনের সময় নির্ধারণ করেছিল জেলা প্রশাসন।বৃহস্পতিবার সকালে পৌর শহরের গাওকুড়া গ্রামের বিস্তৃর্ণ মাঠে আমবয়ানের মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া জানান, পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। কোন প্রকার বিশৃঙ্খলা বিহীন আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান,প্রশাসনের সার্বক্ষনিক তদারকি ছিল। সকলের সহযোগিতায় ইজতেমা সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।