
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া থেকে ১৯ ডিসেম্বর দুপুরে ৩ হাজারটি ইয়াবা বড়িসহ আলম মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেপ্তার মাদক কারবারি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর বামুনেরচর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলী একদল পুলিশ নিয়ে ১৯ ডিসেম্বর দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া মতিউর রহমানের নার্সারী বাগানের সামনে পাকা রাস্তায় তল্লাশি চকি বসান। এক পর্যায়ে রৌমারী থেকে শেরপুরগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালিয়ে ৩ হাজারটি ইয়াবাবড়িসহ যাত্রীবেশে থাকা মাদক কারবারি আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, মাদক কারবারি আলম মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।