
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে পল্লীচিকিৎসকদের বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর দুপুর ১২ টায় এনসিডি কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর আয়োজনে ও বেক্সিমকো ফার্মার সৌজন্যে এনসিডি হাসপাতাল হলরুমে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডাঃ রেজ্জাকুল আলম দুলাল এর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক ও এনসিডি এর কর্ণধার ডাঃ অজয় কুমার রায়, কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ও এনসিডি এর কর্ণধার ডাঃ মোঃ নজরুল ইসলাম, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিভাষ কুমার শীল, কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ আরিফুল ইসলাম, বেক্সিমকো ফার্মার এরিয়া ম্যানেজার কিংসুক পোদ্দার, প্রোডাক্ট ম্যানেজার, মোঃ জুলফিকার রহমান, পল্লীচিকিৎসক সমিতি, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ ফয়জার আলম, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার বিভিন্ন প্রোডাক্ট বিষয়ে বক্তব্য রাখেন প্রোডাক্ট ম্যানেজার মোঃ জুলফিকার রহমান এবং হৃদ রোগের কারণ, প্রতিকার, নিরাময় এবং চিকিৎসা বিষয়ে মুল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ বিভাষ কুমার শীল। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার প্রায় ৬০ জন পল্লীচিকিৎসক অংশগ্রহণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।