
রফিকুল আলম,ধুনট (বগুড়া) : বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ধুনট উপজেলায় যমুনা নদী পাড়ের বাস্তুহারা ৩০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর ভাঙনজনপদ সহড়াবাড়ী ঘাট এলাকার এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভ‚ঞা, বিপিএম-বার।
বগুড়া পুনাক’র সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পুনাক’র সহসভাপতি শিরিন আক্তার, কোষাধ্যক্ষ রওশন আরা মুন্নি, সাধারণ সম্পাদক মুঞ্জুরী ইসলাম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) রাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (প্রবি) রনজয় চন্দ্র মল্লিক, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, বগুড়া সদর থানার ওসি পতœী সোনিয়া মিতু, ধুনট থানার ওসি পতœী রাবেয়া হোসেন রনি, কাহালু থানার ওসি পতœী সাবিয়া ঝুমুর, আওয়ামী লীগ নেতা হযরত আলী ও ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।