
সেবা ডেস্ক: খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। প্রথম পর্ব চলাকালে নেতৃত্ব প্রত্যাশিদের লিখিত আবেদনপত্র আহবান করা হয়েছিল।
লিখিত আবেদনের প্রেক্ষিতে নগর ও জেলা আওয়ামী লীগের শীর্ষ পদ প্রত্যাশীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এতে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় খুলনা মহানগর সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুলক খালেক। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রত্যাশী হলেন, আলহাজ্ব মিজানুর রহমান মিজান, এড. সাইফুল ইসলাম, ডিএমএ বাবুল রানা, আশরাফুল ইসলাম, ফারুক আহমেদ, নুরুল ইসলাম বন্দ ও আবুল কালামা আজাদ কামালসহ নয়জন।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি পদ প্রত্যাশী হলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, এ্যাড এমএম মুজিবর রহমান, এ্যাড সোহরাব আলী সানা, এসএম মোর্ত্তজা রশিদী দারা। সাধালন সম্পাদক প্রার্থী এ্যাড. সুজিত অধিকারী, শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, অসিত বরণ বিশ্বাস ও আক্তারুজ্জামান বাবু। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় অধিবেশন কাউন্সিল পর্ব শুরু হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।