রৌমারীতে অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসনের সারাশি অভিযান

S M Ashraful Azom
0
রৌমারীতে অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসনের সারাশি অভিযান
রৌমারী প্রতিনিধি: রৌমারীতে যত্রতত্র মনগড়া অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে অসাধু চক্ররা বানিজ্য করে চলছে। দির্ঘদিন থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নানা কুট-কৌশলে সরকারী রাস্তার পার্শ্বে, ডোবা নালা, খালবিলে  অন্যের জমিতে, এমনকি নদ-নদীতে বানিজ্যিক ড্রেজার বসিয়ে সফল ব্যবসা করে আসছিল। এমন ড্রেজিংয়ের ফলে রাস্তা-ঘাট খালবিল নদী নালায় বিরুপ প্রভাব পরে।

এনিয়ে গ্রাম গঞ্জে,উপজেলা শহর থেকে দূরবর্তি অঞ্চলের এমন ঘটনা গুলো আড়ালেই থেকে যেত। অভিযোগ পৌছাতনা সরকারী দপ্তরে। বিচার না চেয়েই আর্তনাথ করতো ওই গাঁও গ্রামের মানুষ গুলো। প্রশাসনকে অভিশাপ দিয়ে আল্লাহ বিচার করবে বলে নিস্ক্রিয় হয়ে যেতো।

এদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান গত ২২অক্টোবর ২০১৯ রৌমারীতে যোগদান করেন।

যোগদানের পর থেকে তিনি উপজেলার সকল বিষয় দক্ষতার সাথে কাজ করে আসছেন। তিনি কৌশলী ভুমিকা পালন করেন, যাতে বাগবিতন্ডা না হয়, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়িয়ে সফল অভিযান করেছেন। ইতো মধ্যে তিনি দাঁতভাঙ্গা, শৌলমারী, রৌমারী, যাদুরচর, লালকুড়া, বাওয়াইরগ্রাম, বন্দবেড় ইউনিয়নের প্রায় ২০ থেকে ২৫টি খাল-বিল ডোবানালায় বসানো ড্রেজার মেশিন বন্ধ করে দেন।

এদিকে গতকাল বিকেল ৫টায় রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের ক্ষমতাবলে ফলুয়ারচর সোনাভরি নদীতে অভিযান চালান। অভিযানে আব্দুল মতিন ও মহর আলীর ৩২ হর্স পাওয়ার ২টি ড্রেজার মেশিন বালু উত্তোলন কালে জব্দ করেন। পরে জব্দকৃত মেশিন উপজেলা প্রশাসনের আওতায় জমা করা হয়। সারাশি অভিযানে আরোও উপস্থিত ছিলেন, রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনামসহ সর্গিয় ফোর্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, বন্দবেড় ইউনিয়ন উপ-সহকারি (ভুমি) কর্মকর্তা রজব আলী ও হাফিজুর রহমানসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান বলেন, আমি দুমাস  আগে রৌমারীতে যোগদান করেছি। তবে আমি এখানে যোগদানের  পর থেকে এ পর্যন্ত অনেক গুলো বালু উত্তলোন ড্রেজার বন্ধ করে দিয়েছি। আমার ভ‚মি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে, কোথাও এমন অভিযোগ পেলে তা তাৎক্ষনিকভাবে বন্ধের ব্যবস্থা করা হবে।       


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top