
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে জমিজমার বিরোধকে কেন্দ্রে করে প্রতিপক্ষের হামলায় শারমিন আক্তার নামের এক কলেজ ছাত্রীসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত কলেজ ছাত্রী বর্তমানে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের দেলয়ার হোসেন প্রধানের ছেলে লুডু প্রধান সঙ্গে দীর্ঘদিন একই এলাকার লাভলু প্রধান সঙ্গে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।
৩ জানুয়ারী শুক্রবার বিকেলে লুডু প্রধান ও তাদের দলবল নিয়ে জোর পূর্বক লাভলু প্রধানের জমির ওপর লাগানো গাছ কেটে ফেলে। তখন লাভলু প্রধান তার স্ত্রী মনোয়ার বেগম ছেল আরিফুল প্রধান ও মেয়ে সাদুল্যাপুর মহিলা কলেজের এইচ এসসি ২য় বর্ষে ছাত্রী শারমিন আক্তার বাধা দিলে প্রতিপক্ষরা এলোপাথারি হামলা চালায়। এতে মনোয়ার বেগম (৫০) শারমিন আক্তার(১৯) ও আরিফুল প্রধান (১৬) আহত হন।
আহতদের উদ্ধার করে সাদুলাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিলেও কলেজ ছাত্রী শারমিন আক্তারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতেলে স্থানান্তর করা হয়েছে বলে জানয়েছেন ডাক্তারা। হামলার ঘটনায় আহতের বাবা লাভলু প্রধান বাদী হয়ে সাদুল্যাপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
সাদুল্যাপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মোস্তাফিজার রহমান সাংবাদিকদের বলেন, এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।