
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে দাভোস সপ্তাহ-২০২০ উপলক্ষে পরিবারে নারীর সেবামূলক কাজের স্বীকৃতির জন্য স্থানীয় জনগোষ্ঠির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।
অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে বুধবার বিকালে মেরুরচর ইউনিয়নের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথ নাটকটি অনুষ্ঠিত হয়।
পথ নাটক উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ ও উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।
স্বপ্ন নাট্যদলের পরিবেশনায় অনুষ্ঠিত পথ নাটকটি উপভোগ করতে মাদারের চর, ঘুঘরাকান্দি, মাইছানির চর চর আইরমারী এলাকার ৫ শতাধিক নারী-পুরুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।