
বকশীগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামে অবস্থিত মুক্তিযোদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম,সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফাতেমা খাতুন বীনা, জিএম ফাতিউল হাফিজ বাবু,আবদুল হাই, মাসুদা বেগম প্রমুখ।
বঙ্গবন্ধুর জীবনী, শিশু নিয়ে নিয়ে বঙ্গবন্ধুর চিন্তা চেতনা , ৭ই মার্চের ভাষন নিয়ে সার্বিক আলোচনা করা হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক , ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।