
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৭জানুয়ারী (শুক্রবার) বিকালের দিকে ছায়া নামের স্থানীয় সেচ্ছাসেবী সংস্থার নিজস্ব অর্থায়নে উপজেলার যাদুরচর ইউনিয়নে ৫শ’ জন শীতার্থ দুঃস্থ ও প্রতিবন্ধি মানুষের মাঝে ৫’শ টি চাঁদর বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছায়া’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কর্মসূচি ব্যবস্থাপক আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছায়া সংস্থার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার বেলাল হোসেন জানান, আমরা নিজস্ব অর্থায়নে অতিদরিদ্র পরিবারগুলোকে শীতের সময় শীতবস্ত্রসহ বন্যার সময় শুকনা খাবার, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত দুঃস্থ মানুষকে আমাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগীতা করার চেষ্টা করি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।