
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় এইচ আর খান স্মৃতি সংঘের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প ও স্বাস্থ্যসেবা অভিযান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার উত্তর সিরাজাবাদ এলাকায় এইচ আর খান স্মৃতি সংঘের কার্যালয়ে এ সেবা প্রদান করা হয়।
ব্রিটিশ কাউন্সিল এর অর্থায়নে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় এইচ আর খান স্মৃতি সংঘের উপদেষ্ঠা মিরন আহমেদ খান,সভাপতি রফিকুল ইসলাম খান,ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চক্ষু ক্যাম্পে ১ থেকে ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে চোখে সানি পড়া রোগীদেরকে বাছাই করে পরবর্তীতে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।