দেওয়ানগঞ্জে সরকারের আর্থিক সহায়তা পেল ১৪ শত পরিবার

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে সরকারের আর্থিক সহায়তা পেল ১৪ শত পরিবার
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ-ইসলামপুর উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নদীভাঙ্গা এলাকার ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪০০টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি দেওয়ানগঞ্জ গণচেতনা কার্যালয়ে ওই নারীদেরকে সহায়তার এ অর্থ বিতরণ করা হয়।

সর্বাধিক ঝুঁকিপূর্ণ নারী প্রধান পরিবারসমূহকে জীবিকা কেন্দ্রিক জরুরী সহায়তা প্রদান প্রকল্পের উদ্যোগে অর্থগ্রহণকারীদের ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি পালনের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের এ অর্থ সহায়তা দেওয়া হল। ইউএন উইমেন ও খ্রিস্টান এইড এর সহায়তায় গণচেতনা এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, গণচেতনার জেলা সমন্বয়ক ফাতেমা নার্গিস ও জাবেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top