
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: রৌমারী ও রাজিবপুর উপজেলায় পল্লি ডিজিটাল ক্যাবল নেটওয়র্ক এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ জানুয়ারী (শুক্রবার) বিকাল ৪টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে আলহাজ গোলাম হোসেন সুপার মার্কেটের তয় তলায় এর শুভ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাখওয়াত হোসেন সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাদুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোনের, হাফিজুর রহমান, সাখওয়াত হোসেন লিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান তারা, সহ-সভাপতি দৈনিক মানবজমিন ও রেডিও চিলমারীর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু প্রমূখ।
প্রসঙ্গত, রৌমারী, কর্তিমারী ও রাজিবপুর উপজেলার ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীরা যেীথভাবে এই ব্যবসা পরিচালনা করবেন। পল্লি ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক মানুষের দোড়গোরায় পৌছে দিতেই মুলত এর লক্ষ্য উদ্দেশ্য। এই নেটওয়ার্ক ব্যবসা পরিচালনায় রয়েছেন বড়াইকান্দি বাজারের আইয়ুব আলী, রৌমারী বাজারের মোখলেছুর রহমান ও সুরুজ্জমাল হোসেন সুরুজ, কর্তিমারী বাজারের আব্দুর রহমান ও রাজিবপুরের রাশেদুল ইসলাম।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।