তাপসের প্রচারণা ক্যাম্পে গুলি চালালো ইশরাক সমর্থকরা, আহত ১৭

S M Ashraful Azom
0
তাপসের প্রচারণা ক্যাম্পে গুলি চালালো ইশরাক সমর্থকরা, আহত ১৭
সেবা ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ সময় ইশরাকের নেতৃত্বে চালানো হামলায় গুলিতে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী আহত হয়।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে ৩৯নং ওয়ার্ড এ টিকাটুলী সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ ডেইলি বাংলাদেশকে বলেন, ৩৯নং ওয়ার্ডের যুবলীগের কার্যালয়ে আমাদের প্রচারণা ক্যাম্পে এ হামলা চালানো হয়। এ সময় বিএনপি প্রার্থী ইশরাক ও তার সমর্থকরা প্রায় আট রাউন্ড গুলি করে। এতে আমাদের ১৭ নেতাকর্মী আহত হয়। তাদের উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলের পাশে কলেজের একটি সিসিটিভি থেকে এ হামলার ভিডিও পাওয়া গেছে বলেও জানান তিনি।

 হামলায় যারা আহত হয়েছেন-  ৩৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান, সাবেক সাধারণ সম্পাদক হাসেম, যুবলীগ নেতা রকি, রাসেল, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সেলিম, রমজান, মশিউর, রাতুলসহ আরো অনেকে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top