
কুড়িগ্রাম প্রতিনিধি: উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পটি একনেক সভায় অনুুেমাদিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালী করেছে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল ও কলেজ।
রবিবার সকালে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করে। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান,কুড়িগ্রাম সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ মুনজুর হোসেন, ইন্সট্রাকটর এ টি এম ফারুক প্রমুখ।
উপজেলা পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে ষষ্ঠ থেকে অষ্ঠম শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি একটি করে কারিগরি বিষয় অন্তর্ভুক্তির প্রয়োজনীয় সুবিধা সৃষ্টি হবে। সেই সংগে এস এসসি ভোকেশনাল ও এইচ এস সি ভোকেশনাল চালু করার মাধ্যমে দেশব্যাপী কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা সম্প্রসারণ সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।