
সেবা ডেস্ক: আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি মধ্যরাত থেকে ২ ফেব্রুয়ারি ভোর ছয়টা পর্যন্ত রাজধানীতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের আগের রাত ১২টা থেকে নির্বাচনের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, এসইউভি, পিকআপ, বাস, ট্রাক ও অন্যান্য মোটর চালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। আর ৩০ জানুয়ারি মধ্যরাত থেকে ২ ফেব্রুয়ারি ভোর ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল।
তবে রিটার্নিং কর্মকর্তাদের অনুমোদন নিয়ে প্রার্থী, তাদের এজেন্ট, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষক এবং নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারবেন বলে জানানো হয়।
এছাড়া অ্যাম্বুলেন্স, নির্বাচন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস এবং টেলিকম প্রভৃতি সেবাদানকারী প্রতিষ্ঠানের যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।