
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে এমএ রশিদ মেমোরিয়াল ( ইংলিশ মিডিয়াম) একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিভাবক সমাবেশ ১৪ জানুয়ারি বিকেল ৩ টায় মালঞ্চতে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাকসুদুর রহমান এতে সভাপতিত্ব করেন।
ইউনাইটেড গ্রুপের পরিচালক, মেমোরিয়াল একাডেমির ভাইস প্রেসিডেন্ট আলহাজ আক্তার মাহমুদ রানা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড ট্রাস্টের পরিচালক ব্রিগ্রেডিয়ার অব. এজেএম ফজলুর রহমান, মেলান্দেদহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, বাংলাদেশের ডিজিটাল এডুকেশনের এমডি যশোধন সাহা, বিডি এডুকেশনের চেয়ারম্যান সুমন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ মাহবুবুর রহমান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।