
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে স্থানীয়ভাবে উদ্বাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুইদিন ব্যাপি সেমিনার ও প্রদর্শনী মঙ্গলবার শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর উদ্যোগে সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বকশীগঞ্জ ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ।
প্রদর্শনীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল বসানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।