
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমান আদালতের বিচারকগন পৃথক ২টি অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের ৫ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার দুপুরের দিকে বগুড়া জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনিমুজ্জামান ও পাপিয়া সুলতানা এবং ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা পৃথক ২টি ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এই অর্থদন্ডাদেশ দেন।
এরমধ্যে উপজেলার নলডাঙ্গা বাজার এলাকায় আবুল কালাম আজাদের বেকারীর বৈধ কাগজপত্র না থাকায় ১০ হাজার টাকা এবং জাহাঙ্গীর আলম ব্যবসা প্রতিষ্ঠানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় তার ২ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অভিযোগে উপজেলার কুড়িগাতি গ্রামের নুর আলমের গ্রামীন ব্রিকসের ২ লাখ টাকা, চৌকিবাড়ি গ্রামের সোহরাব আলীর মালাকাধিন এমভিসি ব্রিকসের ৩ লাখ এবং আরএমআর ব্রিকসের ২ লাখ টাকা জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনিমুজ্জামান ও পাপিয়া সুলতানা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।