ডিউটি ফাকি দিতে বায়োমেট্রিক মেশিনে পানি, ধরা খেলো সিসি ক্যামেরায়

S M Ashraful Azom
0
ডিউটি ফাকি দিতে বায়োমেট্রিক মেশিনে পানি, ধরা খেলো সিসি ক্যামেরায়
সেবা ডেস্ক: প্রতিদিনের হাজিরা ফাঁকি দিতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বায়োমেট্রিক হাজিরা মেশিন নষ্ট করে দিয়েছেন ক্লিনার মো. ফারুক মিয়া।

সিরিঞ্জ দিয়ে মেশিনে পানি ঢুকিয়ে দিয়েছেন তিনি। আর পুরো ঘটনাটি ধরা পড়েছে হাসপাতালের সিসি ক্যামেরায়। এ ঘটনায় তাকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

২০১৮ সাল থেকে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা বায়োমেট্রিক মেশিনে হাজিরা দিচ্ছেন। প্রতিদিন সকাল আটটার মধ্যে সবাইকে হাজিরা দিতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখা এ হাজিরা পদ্ধতি মনিটরিং করে। এতে কাজে ফাঁকি দেয়ার সুযোগ থাকে না।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ৬টায় ক্লিনার ফারুক মিয়া হাসপাতালের প্রশাসনিক ব্লকের বায়োমেট্রিক মেশিনে সিরিঞ্জ দিয়ে পানি ঢুকিয়ে দেন। যা ধরা পড়ে সিসি ক্যামেরায়। বিষয়টি জেনে যায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বলেন, ঘটনার পরপরই ওই ক্লিনারকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। অচিরেই নতুন একটি বায়োমেট্রিক মেশিন লাগানো হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top