
শামীম তালুকদার: জামালপুর জেলার বকশীগঞ্জের ছাত্রছাত্রীদের নেতৃত্ব ও গণতান্ত্রিক মুল্যবোধ বিকাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দেশের অন্যান্য স্থানের মত সরকারের সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নিদের্শনা ও নির্বাচন নীতির আলোকে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।উপজেলার উলফাতুনন্নেসা সরকারী উচ্চ বিদ্যালয়,বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়,ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়,জানকিপুর,ভাটি খেওয়ার চর ইত্যাদি প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণাও সম্পন্ন হয়েছে।
নির্বাচন নির্দেশিকার আলোকে নির্বাচনের প্রিসাইডিং অফিসার,পোলিং, ভোটার,আইন শৃঙ্খলা বাহিনী ছিল শিক্ষার্থীরা নিজেই।নির্বাচিত ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানের শৃঙ্খলা,পরিষ্কার-পরিচ্ছন্নতা,শ্রেণী কার্যক্রম ভূমিকা ও মানবিকতা সৃষ্টিতে দায়িত্ব পালন করে থাকে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।